আকাশে আজ পূর্ণিমার চাঁদ,  
জ্যোৎস্না পড়েছে পৃথিবী জুড়ে ।
সোনালি রং ছুঁয়েছে সমস্তটা ।
এমনকি রাস্তার মোড়ে বাতি স্তম্ভ টাও -
আজও অন্য দিনের মত একবার করে জ্বলে উঠছে ,
আবার স্তিমিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
সেই পাগলাটে ছেলেটাও -
আজও বসে আছে তার চিলে কোঠার ঘরটাতে ।
যেখানে নিকোটিন বাঁধছে ধীরে ধীরে তার ঘর।
না জানি কোন আশায় সে আজও বেঁচে আছে,
হয়ত সে আজও বেঁচে আছে কারো অপেক্ষাতে ।