দিন যায় রাত্রি নামে ,
মাহিনের ঘোড়াগুলো আবার চড়তে বেরোয়
জোৎস্নার প্রান্তরে।
সমস্ত বিমর্ষতা কেন্দ্রীভূত হয়,
আবছা বিষাদের তরল গরল, উপচানো পেয়ালায়
বিকোয় জলের দরে।


সব শুন্যতা আলোর মতো,
তীব্রতা চোখ ঝলসে দেয় অবশ হয়ে আসে স্নায়ু ,
তারপর সয়ে আসে।
নগ্ন নির্জনতায় শেষ যেবার
তুমি বলেছিলে সব অপ্রেমের গল্প মুছে দেবে,
আকাশের মতো ভালোবেসে ।


সময় পেরিয়ে গেছে,
বিরামহীন চোখ মেপে গেছে ঘড়ির কাঁটার গতি
এক অনন্ত প্রতীক্ষায়।
দীপ নিভে গেলে ,
নিজেকে বাঁচিয়ে রাখার এক অদম্য প্রয়াস
ফেলে যাওয়া উষ্ণতায় ।।