মনের বেখেয়ালে চলি আমি, নীড় হীন পাখির ন্যায়।
আমি উন্মুক্ত -
আমাতে আকৃষ্ট হইও না,
হলাহলের ন্যায় বিষাক্ত মাদক আমি এক।
মুক্তি তোমার বিমুখ হবে,
যদি আমাতে হও আসক্ত।
যত পার দূরে সরে যাও,
খুঁজে নাও দূর হতে দূরতর কোন দেশ।
পারলে নারায়ণী সেনা-সৈন্য রেখ  সীমান্তে।
যেন না করে পরশ তোমায়,
আমার, বিন্দু হতে বিন্দুতর কোন আবেশ।
তুমি হতেও পার স্বপ্ন পরী,
কিংবা
পৃথিবীর কোন অপরুপ নারী,
তবু'ও আমায় দেখতে বারন।
তোমার চোখের দৃষ্টি ঝলসে যাবে,
হৃদয় বিধ্বংসী ঝড়ে বিচূর্ণন হবে,
আমি তোমার জীবন্ত - মরন।