দিন যায় বিবেকের সাথে যুদ্ধ করে-
অনবরত নিরন্তর দিন যায় -
আর কেবল দিন যায় -
না তো আমার পরাজয়,
আর না বিবেকের-
অবশেষে সম্ভাবনাবাদ প্রতিষ্ঠিত হয়।
পরস্পর পরস্পরকে প্রভাবিত করে বাঁচি।
কে কাকে বাঁচিয়ে রেখেছে?
প্রশ্ন ওঠে-
অজানা অধিকারের পিছনে অবান্তর ছুটে চলা।
গন্তব্যে দাবানল-
জানা সত্ত্বেও ছুটে চলা, কেবল ছুটে চলা-
না আসে জয় না আসে পরাজয়।
তবুও বিবেককে জাগিয়ে কথা বলা।