যত সুখ স্মৃতি মুছে ফেল অকপটে।
আগামী পৃথিবীতে ওর কোন স্থান নেই।
শব্দের বুক চিরে শব্দ নিকষিত হবে।
ভাব গুলো হারাবে ভাবান্তরে,
যা কিছু দেখবে ধূসর লাগবে,
বিস্তৃত এ প্রান্তরে।
নগ্ন শিশু নৃত্য করবে স্বপ্ন কাঁদবে বুক চিরে।
প্রলয় শিখা উঠবে জ্বলে তোমার সকল অঙ্গ জুরে।
ঘুমের রাজ্যে ঘুম চুরি যাবে,
দিবালোক তোমার ঘুম কেরে নিবে,
অসহায় তুমি এক কথা,
তোমার রাজ্যে নৃত্য করবে লুকিয়ে থাকা সব ব্যাথা।