ভাঙ্গা  এ পৃথিবীর কোনো এক মলিন শহরের এক কোনায় ভাঙ্গা বাশের বসুনিতে বসে এ আমি।
সন্ধ্যা ঘনীভূত প্রায়,
তবু ও আছি আমি এখানে -
আমার মাদকাসক্ত হৃদয় নিয়ে-
হয় তো কারো অপেক্ষায় কিংবা অযথাই।
হঠাৎ চোখ পরে কংক্রিটের বুকে দাঁড়িয়ে থাকা  ইউক্যালিপটাস গাছ গুলোর দিকে -
ওর ফাঁক দিয়ে আকাশটা দেখলাম আজ এক অন্য রুপে -
সূর্যের বিক্ষিপ্ত হলুদাভ রক্ত বর্ণ রশ্মি যেন বার্তা নিয়ে ছুটছে  অনন্তকাল ধরে -
বিপ্লব - স্থিতি - শান্তি মিশ্রিত-
অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়,
আমার চর্ম চক্ষু প্রতিবন্ধকতা মাত্রই কোনো এক দিব্যশক্তি যেন গ্রাস করে আমায়,
বিক্ষিপ্ত করে অনন্তের গহ্বরে -
তার পর যা দেখেছি তা ব্যাক্ত করার ক্ষমতা আমার নাই।
শুধু  মনে হয়ছিলএ ভাবেই বুঝি  বয়ে চলে মহাকাল,
মহাকালের রুপান্তরে।