চলে এলো শীত
খুব ইচ্ছে ছিল তোমার সাথে একটা শীতের সকাল উপভোগ করব।
নূপুর পায়ে শিশির ভেজা ঘাসের উপর হাটব,
জন মানব হীন রাস্তায় একি চাদরের নিচে জড়িয়ে থেকে হাটব
খুব শীত করলে গুটি শুটি মেরে বসে  
দু’জন দু’জনের দিকে তাকিয়ে থাকব
হঠাৎ, কখনো তুমি খেয়াল করবে
আমার হাত দুটো ঠান্ডা হয়ে আছে
বকুনি দিতে দিতে আমার হাত দুটো
তোমার চাদরের তলায় নিয়ে,
ভালবাসার উষ্ণতায় মুখে বকলেও
দুই চোখে ভালবাসা প্রকাশ করবে।
তোমার সেই মধুর কন্ঠে শাষনের ভঙ্গিতে বলবে,
খুব শীত পড়েছে, এই ঠান্ডায় যেন বাইরে
এলো মেলো ঘোরা ফেরা না করি
কিন্তু তোমার এই কথায়  আমার মন নেই,
কারন, আমার মনটাতো তখন
তোমার চোখের সেই না বলা কথা গুলো পড়ে নিচ্ছে
আবার কখনো বা নদীর কিনারায়
হাটতে হাটতে তুমি বলবে,
্ওই দিকে চেয়ে দেখ,
ওই কাশ ফুল গুলো কত সুন্দর ?
কি সুন্দর হাওয়ায় দুলছে ওরা
মুচকি হেসে তখন আমি বলব,
ওই কাশ ফুল গুলো যে,
তোমার মনের মতই স্বচ্ছ আর পবিত্র।
তুমি চাইলে আমার ভালবাসায়
নিজেকে কাশ ফুলের মতই দুলাতে পারো
প্রতি উত্তরে হয়ত তুমি বলবে,
ছারোতো এই সব অবান্তর কথা !
কিন্তু কি দুর্ভাগ্য আমাদের
সেই শীতের সকালটা আসার আগেই
তুমি চলে গেলে
তাই আমার ইচ্ছাটাও অপুর্ণই রয়ে গেল
একটি বছর ঘুরে আবার সেই শীতের আগমন
কিন্তু এই শীতের সকাল
আমার মনকে একটুও নাড়া দিতে পারেনি
কারন, তুমি কাছে নেই বলে
তুমি কি এই শীতেও আসবেনা তবে!
এই শীতটাও কি আমি অপেক্ষা করে
কাটাবো তোমার তরে...
সেই শীতের সকালটা কি আর কোন দিনও
আসবেনা আমার জীবনে
তুমি চলে এসো প্লিজ
আর কত গুলো শীতের সকাল অপেক্ষা করে কাটাবো