সকালের সেই ব্যস্ততা নিয়ে
রোজ অফিস যাওয়া
নেই ঘুম নেই শান্তি,
নেই ভাল থাকা।


রাস্তা দিয়ে আসতে দেখি কত আনন্দ,
বাইরে করে লুটোপুটি।
জানালার ওপাশ দিয়ে উকি দিয়ে দেখি
এত কিছু পেছনে ফেলে গন্ত্যব্যে শেষে আসি
আমার সাথে কেউ নেই
আছে ব্যাস্ততা
শত ব্যস্ততার মাঝেও
আমার কবিতা লেখা
ব্যাস্ত আমি ব্যাস্ত জিবন
নেই স্বপ্নন আশা
রোজই আসে ব্যস্ত সকাল, ক্লান্ত দুপুর,
বিকেলে আবার যাবার তারা,
আমার কাছে সন্ধ্যা মানেই রাত্রি নিঝুম
দিন কাটে ব্যস্ততায়,
আর রাত্রি কাটে কল্পনায়
এইতো আছি আমি বেশ
আমি আর আমার মাঝের ব্যস্ততায়