খুব মনে পড়ে সেই দিনটার কথা ...
বাইরে টিপ টিপ বৃষ্টি..
তুমি আমি হাত ধরে পাশা পাশি
ছিলাম বসে
খুব মনে পড়ে সেই দিনটার কথা
চোখে চোখে কত কথা হয়েছিল সেদিন
আমি বলেছিলাম তোমায় ভালবেসে..
এর বিনিময়ে কিছু দেবেনা আমায়?
তুমি দিতে চেয়েছিলে এতটাই মুল্যবান কিছু.
যেটা রাখার কোন জায়গা আমার কাছে ছিলনা
খুব ভয় হয়েছিল..
যদি এটা যতœ করে রাখতে না পাড়ি?
খুব সংকোচ বোধ হয়েছিল..
এই উপহারের যোগ্য কি আমি?
যার বিনিময়ে চেয়েছিলাম...
এ উপহারটা যে তার চেয়ে অনেক অনেক দামি
অনেক ভেবে ভেবে
অবশেষে তাই আর নেওয়া হলনা..
বল্লাম তোমায়, এটা তোমার কাছেই রেখে দিও,
আমার স্মৃতি হিসেবে,,,
যদি সত্যি কোনদিন এটার যোগ্য হতে পারি ,
তবে কথা দিলাম
তোমার কাছ থেকে এটা সেই দিন নিয়ে যাব আমি..
কিন্তু আজ যে খুব পেতে ইচ্ছে করছে..
অনেক জায়গা খালি করেছি..
তোমার দেওয়া উপহারটা রাখব বলে..
আজ আর আমার মনে সংকোচ নেই,
আজ মনে কোন ভয় নেই ..
কারন আমি জানি ,
জীবন দিয়ে হলেও তোমার উপহারের যতœ করতে পারব..
আজ আর আমার জানার বাকি নেই যে,
তোমার এই উপহারের যোগ্য কেবল আমিই ...
আজ সত্যিই খুব পেতে ইচ্ছে করছে গো..