আমরা কত সময় ‘মা’ কে ভুল বুঝে কত কষ্ট দেই ।
মায়ের কষ্টের কথা চিন্তা না করে,
কারনে অকারনে মা কে কতই না কষ্ট দেই ।
অথচ, যখন গোটা পৃথিবি মুখ ফিরিয়ে নেয় ,
আকরে ধরা হাত গুলো বাধন ছেরে দেয়,
চেনা মানুষ গুলো অচেনা হয়ে যায়,
তখন,এই ‘মা’ ই একমাত্র পাশে এসে দাড়ায়।
যত কষ্টই হোক মা কখনো হাত ছেড়ে দেয়না।
সব কিছু শেষ হয়ে গেলেও,,
মা বুকে আকড়ে ধরে বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে।


আসলে আমরা প্রকৃত পক্ষে লাইফে এমন কাউকেই খুজি,
যে এভাবে আমাদের পাশে থাকবে.....
অথচ, তাকে হাতের সামনে রেখেই অবহেলা করি,,,,
লাইফে, দুদিনের জন্য কেউ এলেই...
একটু ভালবাসা পেলেই মাকে ভুলে যাই,
মায়ের কথার চেয়ে তার কথার মুল্য বেশি দেই...
কিন্তু অবশেষে ধাক্কা খেয়ে,,,,
বাস্তবতার কাছে পরাজিত হয়ে,
সেই মায়ের কাছেই ফিরে আসতে হয়..........