ভেবেছিলাম এ ঘর আমার,
এই ফুলের টব, এই বেলকনি,
এসব আমার,
এ ঘরের মানুষ গুলি, ঘরের প্রতিটি ইট
আনন্দ বেদনা, হাসি কান্না এসব আমার
ভেবেছিলাম, উঠান ভর্তি চাঁদের আলো আমার
ফুলের বাগান, মৌমাছি, প্রজাপতি সব আমার
ভেবেছিলাম, এ পথ আমার,
পথের মাঝে পরে থাকা কাটা,
কাচের টুকরো গুলোও আমার
কত কি ভেবেছিলাম, শুধু বুঝতে পারিনি,
ঘর,ঘরের আসবাবপত্র, ঘরের মানুষগুলি
পর করেছে আমায় অনেক আগেই
পর করেছে আমার আদরের বুলবুলিও(পাখি)
কত সুখ দুঃখের কথা বলতাম,,, পর করেছে সেও
অথচ, বোকার মত আমি সব আমার ভেবেছি
সুখ দুঃখ এই ঘর, ঘরের মানুষ সব আমার ভেবেছি