-একটা লাশ হতে ইচ্ছে করে
জীবন্ত লাশ।
যে লাশের খবর কেউ রাখে না,
দুর্গন্ধও ছড়ায় না তেমন।
-বেঁচে থাকার দায়,
কেন যেন সব প্রাপ্তিতেও ভালোলাগা নেই।
সব সুখ যেন অসুখের জনক।
-কর্মব্যস্ততা, নারী, প্রেম কিংবা ভালোবাসা
এগুলো এখন বড় মেকি হয়ে গেছে,
ঘা ধরে গেছে হাড়ের হলুদ মজ্জায়।
-ক্লান্ত ঘুমের ভিতর অদ্ভুত এক লাশের গন্ধ আছে।
অনেক দিন ঘুম হয়না আমার,
একটা ঘুম চাই,
লাশ ঘুম…