-অন্ধকার নির্লজ্জ রাতে
দন্ডপ্রাপ্ত চাঁদ নির্বাসন দেয় নিজেরে, তারে..এবং তারে...।
-মরা মাছের চোখের মত নির্জন হৃদয় নিয়ে
আমি দেখি
মুমূর্ষ তারার জেগে থাকার উপাখ্যান।  
-ভালোবাসা নিরুত্তাপ,
হৃদয়, প্রেম, ভাঙ্গন পরিক্রমায় বেঁচে থাকে
অজীর্ন সভ্যতায়।
-নিশ্ছিদ্র প্রেমিকারা, প্রেমিকের হাত ধরে ঘরে ফেরে সন্ধ্যার ডাকে
অস্থির বাঁদুরের মত।
-অপেক্ষার অস্থিরতা দীর্ঘ দিবস পরে অবকাশ পায়
একবিংশ শতাব্দীর হৃদয়ে।
এখন আর অপেক্ষা নেই, নেই ব্যথিত হৃদয়।
নিরবিচ্ছিন্ন যৌনতায়,
প্রেম ডুবেছে মলীন মৌনতায়।
-পৃথিবী অর্থময়,
বন্দর পুরুষদের হৃদয় আচ্ছন্ন করে আছে
বানিজ্যিক ধূলো।
-তবুও দুঃখ আছে, দুঃখ হয়।
দুঃখিত ঘড়ির কাঁটা কখনো থামেনা
অস্থির ভাঙ্গা বাতাসেও।
তবে নির্লজ্জ আধারে তারা বদলে যায়
নির্বোধ বেদনায়।