-মানুষের  ক্ষিদেয় মৃত্যু, দুর্গন্ধ চারপাশ,
পঁচা বাসি আবর্জনা এক মুঠো রাশ।
চতুর ধর্মবণিক উপেক্ষা করে সব,
বন্ধ চোখে তসবির আড়ালে হয় অর্থ প্রসব।
মেকি সম্ভ্রম আর ফাঁকা জ্ঞানের অযথা কম্পন, ঘরময় সুগন্ধি সারাক্ষণ।
অজ্ঞ হৃদয়দল মাথা খুটে মরে নির্বোধ পায়ে।
মানুষের শোক করে ভোগ, গল্পের পসরা সাজে ধর্ম বাজার।
-মস্ত বড় জাদুকর, ধর্মবণিক।
ধর্মের দোহাই আর মিথ্যা বুলিতে ভরা তাঁর কৌশল।
জাদুকরের কৌশল হারিয়ে গেলে
কুহক ভেঙ্গে বেরিয়ে আসে
শয়তানের হীরের টুকরো নখ।
শাদা ফড়িং উড়ে যায়, আশটে গন্ধ নিয়ে পড়ে থাকে সমাজ।
-পৃথিবী ক্লান্ত হয় বারবার...
প্রসব বেদনায় আচ্ছন্ন বিকেল
দিন শেষে আরেকটি সন্ধ্যা জন্ম দিয়ে
হারিয়ে যায় অস্তাচলে।
-নিশুতি বেড়েছে ক্ষনে ক্ষনে...
হলুদ আক্রান্ত চাঁদ
ডুবেছে মলীন মৌনতায়।
অলক্ষ্মী প্যাঁচার চোখ
হয়েছে নক্ষত্রের ভোগ।
-ধর্মবণিক  কিংবা বানিজ্য তরী
কখনো হারিয়ে  যায় না।
দিন শেষে হঠাৎ আশ্চর্য মোহজালে
জ্বলে উঠে মৃত কাঁকতাড়ুয়ার চোখ।