আমার আরো একবার মরে যেতে ইচ্ছে করে
এই পূর্ণ চাঁদের রাতে
-শুধু কাপুরুষরাই বারবার মরে না
পৃথিবীর যত ব্যর্থ প্রেমিক
তাদেরও মরে যেতে ইচ্ছে করে আরও একবার।
-নিশব্দ শীতের রাতে যখন
অন্ধ শাবকের দল একটু একটু করে
এগিয়ে যায় মৃত নদীর দিকে;
ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাসে উড়ে যায়
নীল ডুমো মাছি, তখন তারও ইচ্ছে করে
ডুবে যেতে মৃত নদীর স্রোতে।
-হয়তো প্রাসাদ প্রেমিকেরা
ব্যর্থতার গ্লানিতে আঁচড় না কেটে
নতুন শরীরের নোনা গন্ধ নেয়,
কিন্তু যে ব্যর্থ প্রেমিক কবিতা লেখা ছাড়া
আর কিছুই জানে না,
তার নিয়তি তাকে ক্ষত বিক্ষত করে।
-ব্যর্থ প্রেমিকেরা ফোস্কা পরা
পোড়া চামড়ার মত,
রোদের আস্বাদে একটু শুকালেও
জলের লেহ্যনে আবার জেগে
ওঠে মোটা দগদগে ঘা।