লাল নয়
রক্তের রং হৃদয় বন্ধন

নীল নয়
মন রঙ শুভ কৃষ্টি নন্দন

নব্বই ডিগ্রি নয়
বদল হোক দৃষ্টিকোণ

আণবিক নয়
বাড়ুক মানবিক আকর্ষণ