খসে পড়া ইতিহাসের পাতা ও
রাজকীয় সংলাপ বারবার আবিষ্কার করি


আঙুলে শিশু হরপ্পা,মহেঞ্জোদারো...
চুলে ভৈরবী সিন্ধু সভ্যতার রাগ
চোখে ধ্বংসের মানচিত্র  ও অশ্রুধারা  
মুখ থেকে বের হয়ে আসে ছুরি,কাঁচি ও
রক্তের নোতুন শৈশব


অতীত এই শুষ্ক সময়ে
হলুদ সুতোয় সবুজ সকাল গাঁথে
আমাকে পৃথিবীর
প্রথম আলো চিনিয়ে দেয়