তোমার কন্ঠে মেঘ-রোদমালা
তুমি অন্ধকারকে করেছো উদ্ভাষিত
তুমি শস্য দানাপানি
বিপদমুক্ত আকাশ
কানামেঘের কার্পেটে কোমলকপট সম্পর্ক ভাসিয়ে
দিনে দিনে
বয়স বাজিয়ে ভাদ্রে যাওয়া


সবুজ ঘাসে ঘাসে খেলা করে
রাতের শিশির
সকালের এলোমেলো হাওয়ায়
লেগে থাকে প্রশান্তির বাউলপ্রেমের
কালজয়ী সুর
উল্লাসে উদাসে খুঁজে পাওয়া
আবার হারিয়ে যাওয়া...


এই তো মানুষের ভাদ্র
এই তো জীবনের ভাদ্র
দু'দন্ড রোদের রেণু দিয়ে
মনরাঙানো   স্বপ্ন জাগানো...