মুদ্রার এপিঠ


আমার তখন সুইট ডিয়ার
আঠারো বা কুড়ি
আমার তখন ফার্স্ট ইয়ার
সদ্য ফোটা কুঁড়ি


আমার তখন একটু-আধটু
মন যে কথা পড়ে
আমার তখন হাইহিল হাঁটু
ধড়ফড়ানি ধড়ে


আমার তখন জায়গা রাখা
জানলা দিয়ে ঝোঁকা
আমার তখন অপেক্ষা মাখা
নাড়ুর গন্ধ শোঁকা


আমার তখন পরাগ যোগ
পড়ার ঘরে ভাবা
আমার তখন প্রণয় ভোগ
রঙীন শব্দ থাবা


আমার তখন তোমাকে চাই
থালায় দেখি মুখ
আমার তখন উড়ছে বাই
ওড়না ভর্তি সুখ


মুদ্রার ওপিঠ


আমার তখন তাকিয়ে থাকা
পরোটা মোগলাই
আমার তখন পেটেই ছ্যাঁকা
মুড়ির মোয়া খাই