আমি ওঠার পর সূর্য ওঠে
ব্রাশ হাতে টুথপেস্ট মাখাই
দুটি শব্দের মাঝে অবস্থানরত
শূণ্যতা, গ্রিল ভেঙে আসে ছায়াপথ
রক্তভেজা হাওয়ার সুর
সময় থেকে বিশ্বাস, বিশ্বাস থেকে আলো
আলো থেকে গা-ঝাড়া জীবন
গুমোট ইশারা ঝরে যায়
তবুও আমার কিছু বলার থাকে অথবা থাকে না
সূর্য ডোবার পর সন্ধেবেলা থালাভর্তি অন্ধকার নিয়ে বসি
বিছানায় কালো রাত্রি শুয়ে পড়ে