বেদনা পুড়িয়ে খুঁজে যাই তোমাকে
ভালোবাসা প্রিয় হয়ে ওঠে
চোখের সরলতায়
ফুরফুরে বিকেলে পুষ্পিত চুলের প্রপাত
নরম বাতাসে ভাঙা আয়নার মতো টুকরো টুকরো আলাপ
মনের হাপরে বিষাদ মাখা সুর
জিভ থেকে লালার মতো শত শত রাতের গোঙানি ঝরে
স্মৃতির হরপ্পা ঠেলে সময় হতাশ মুখে ফিরে যায়
পাট শাকের মতো কাঁচা অন্ধকারে
দুঃখ, বেদনা জ্বালিয়ে তোমাকে খুঁজে বেড়াই