একরত্তি মেয়েটা পতাকা হাতে ছুটছে
পনেরোই জন্ম । নাম। স্বাধীনতা ।
ফুট্পাত তার মাতা পিতা
সে আকাশ   ছিঁড়ে  ফ্রক বানায়
সে জানে বাসি  থালার মতো জীবনও  মাজতে হয়


বেলেডাঙার মোড় । দামাল দুপুর ।
আধ খাওয়া আপেলের মতো ঝাঁ চকচকে স্বপ্নেরা
শুকনো বিকেলের চোখে সংগ্রামী  সিলমোহর


সুভাষ বাবু
একেই বলে  স্বাধীনতা ।