তখন আমার সন্তান বেলা
একমুঠো বারুদ ভেজা মুখে
তখন আমার লুকোচুরি খেলা
এক কোঁচড় সুখ গুঁজি এই বুকে


তখন আমার গন্ধ ডোবায় চুলে
এক পশলা ছদ্মবেশী রোদ
তখন আমার দু :খ ফোটে ফুলে
এক কুচি নান্দনিক বোধ


তখন আমার নদী স্বরবর্ণ চোখে
দুই পাশে দুই পৌরুষ  হেঁটে যায়
তখন আমার স্বপ্ন চাঁদের শোকে
এক সন্ধেবেলা নীল রাত্রি পুড়ে ছাই...


তখন আমার পিঠে সভ্যতার ভার
এক লহমায় জীবন জোয়ার ভাঁটা
তখন আমার ঘুম যুবতী হরপ্পার
এক নির্জনতায় ছায়াপথে হাঁটা...