হে অনেক রাত্রির পর
অপরাজিতা রোদ নারী
একফোঁটা পাপ পোড়াতে নিষ্পাপ
শরীরের আগুন দিয়েছো


মনে  হয়  সব আছে
তুমি তো ভিনদেশি পাখি
দু ' মেরুর মাঝে মরা নদী জাগিয়ে
কি লাভ? দু'পা হাঁটার পর কষ্ট উথলে উঠবে


হয় তো বা ভুলবো না তোমাকে
বুকের ভেতর আকাশভরা তারা


ভুলতে গেলে মনে পড়ে
ভালোবাসা নাকি মৃত্যু ?
তোমারই ক্ষীরের পুতুল পায়ে
' যদি মরে যাই
ফুল হয়ে যেন ঝরে যাই '