আসবো বললেই আসা হয় না
        আসা হয়ে ওঠে না
যার কথা ছিল  সে আসেনি
ধানসিড়ি নদীটির সাথে কথা বলতে বলতে
       চলে গেছে দূরে  বহুদূরে


খুঁজতে খুঁজতে কোনদিন যদি পেয়ে যাই
আবার  আসিব ফিরে
তবে রুপসী কবির মতো শালিখ
শংখচিল  বা বুনো হাঁস  নয়
ফুটপাতে অন্ধ চোখে আলোর বেশে


বিষণ্ণকরণী  নদীর ঢেউ ভেঙে ভেঙে
আবার আসিব ফিরে
ওই নীল আকাশের নীচে  !!