এভাবে হেঁটে হেঁটে ওই নিচোল পর্যন্ত গিয়েছিলাম
মনে পড়ে , কদর-কপোলে চুম্বনমোহর
ছিঁড়ে ফেলছি দিবারাত্রির কাব্য


ঘুমন্ত ভালোবাসা পাখির মতো জেগে ওঠে
না দেখলে থাকতে পারিনা
অবস্থান বিক্ষোভ সাজাই
আলটপকা  প্রণয়-স্পর্শ পাবো ভেবে


ঘানার আকাশ থেকে দলে দলে
মেঘলিপি ছুটে আসে


তোমার গতিবিধি খামে মোড়া শব্দমঞ্জরী
না খুললে চির অধরা থাকে
চোখে মেঘ ছিটিয়ে ঝরিয়ে নিই
পরে ফের ধরনা ,  হৃদয় ঝাপটানো ...


ট্রামগুলো ডাকে আমাকে
কিন্তু যাবো না, ভালোবাসা
যদি উদ্বাহু  মৃত্যু  হয়, হোক
ষোলো আনা  সাঙ্গ করেই লোক ভাঙাবো


প্রতিবন্ধী প্রেম , জেগে ওঠো
বিশ্বাস করো, তোমাকে না দেখলে থাকতে পারি না