বৃষ্টি  


বৃষ্টি তোমার ফোটায় ফুল
          আমার নেভায় আশা
বৃষ্টি তোমার ভাঙায়  ভুল
          আমার ডোবায়  বাসা
বৃষ্টি  তোমার  হাসির  বাগান
           আমার  নীরব কান্না
বৃষ্টি  তোমার  হৃদয় আজান
           আমার  দু:খের  পান্না


রাত নেভাবো না


দু-চোখে তার চাঁপাকলি দৃষ্টি পরেছি
আমি আর রাত নেভাবো না
শরীরে চারা স্বপ্ন  বেড়ে ওঠে
হাতে তুলে নিই অমল উৎসব
গীতবিতান ,লালনের গান


মরা চাঁদের চোখে অভিমান ভাসছে
আমি আর রাত নেভাবো না
বুকে বিস্ময় ছুঁয়ে অনন্ত আজানু তাকিয়ে থাকবো


ভালোবাসা পুড়ছে


ভালোবাসা  পুড়ছে মনে
তোমায়  খুঁজি তারার দেশে
স্বপ্ন বোঝায়  এই হৃদয়ে
ভাসছি হাওয়ায় ছদ্মবেশে


দু:খ শোকের হলুদ  রোদে
শুকিয়ে  অন্ধ কাজল আঁখি
তোমায় পাবো কোন্ সে খানে
আর কতটা বছর বাকি ?


ছোঁও , আমাকে একটু  ছোঁও
মরণ-তারিখ হাঁটু  তলে
তারা  সরিয়ে দুহাতে, আজ
এসো বুকে ,  কৌতুহলে