বর্ষা দিনে রুপোলি বৃষ্টির মতো
আমার শৈশব
বর্ণ  পরিচয়
পুতুলখেলা
দিদিয়ার গল্পমাঠ পেরিয়ে
কবে আসবে
জোছনা ধোয়া জানালার ঝনকাঠে


কালো ছাতা হাতে দাদুর মতো
আমার কৈশোর
কাঁঠাল
আতাগাছের
মগডাল থেকে নেমে
কবে আসবে
সুগন্ধ  বিকিরিত  বিকেলের আলোয়


ভাতে বসলে দুধে-পাকরা  বিড়ালটার মতো
আমার যৌবন
আউট্রাম ঘাট
ভিক্টোরিয়া ...
সড়ক ধরে
কবে আসবে
অবকাশশূণ্য কর্মের গতিরেখায়