দুবেলা , তিনবেলা অনাহারে থেকেছি
দেখেছি , খিদে কাকে বলে
খিদে লাগলে গাছেরা সূর্যের আলো চিবোয়
পেটে পেটে কার্বন ডাই অক্সাইড
সালোকসংশ্লেষে বানানো খাদ্য
পাতায়  পাতা সংসার, ঘরবাড়ি


অন্ধকার হেঁটে হেঁটে আলোর সংস্পর্শে এসে
দুটো নদী রুদ্ধশ্বাসে ছুটছে
কোথাও থামার চিহৃটি নেই
নদনদী মা সমুদ্রের জল পান করে, মহাখিদের জ্বালা মেটায়


দুদিন , তিনদিন পেটে পাথর  বেঁধেছি
দেখেছি, খিদে কাকে বলে
ইষ্টিশানে ছোট্ট যাযাবর ছেলে মেয়েরা যখন
মুখ পেট দেখিয়ে পয়সা চায়,
কোনো কথা বলে না, তখন শুধু
খিদে  কথা  বলে