পোস্টকার্ড কেনার দিন।আমাকে দেখলেন নীপি
লোহার ঠেসান চেয়ার ।মাথার উপর ফ্যান।বসলেন পাখি
বৌদি বলল, ডাক এসেছে । ইনল্যান্ড , পার্সেল , ভিপি
আপনার সঙ্গে হারিয়ে , যাই টালা কিংবা টাকি


স্পীডপোস্ট করার দিন। চিঠি দিলেন হাতে
যেন অকাল শীতে কাঁপছে আমার বুক
আপনার দরাজ মুখে , দুপুর গড়ায় রাতে
ডাকঘরের বারান্দায় ছড়িয়ে আছে সুখ


মানি অর্ডার করার দিন । আমাকে বললেন নীপি
মন নেই তো কাজে ।তাকিয়ে থাকেন রোজ
কি লজ্জা ! কি লজ্জা ! ছিঁড়ছি বন্দী খামের লিপি
'ভালোলাগা'ভেজা পথে হাঁটছেন তিনি। খুঁজছেন আফরোজ


একদিন শুনলাম।তিনি মিউচুয়ালে গেছেন চলে
বরদাসুন্দরী বিদ্যাপীঠ।পোস্টকার্ড সাইজ জীবনখানি
আলেয়া আলোয় ছাই , বেঁচে উঠি ফের এলে
কবে আপনি বলবেন , করুন  স্পীডপোস্ট , মানি...