'হাঁসের পাখনা গরুর গোপালি...'
ডেকে ফেরে মাড্ডার মাধব ঢালি


গাঁয়ের মাসুম ছেলে
বেচিয়া কেনে গেঁজলে


পাখনা বেচা কড়ি
গেঁজলে রাখে ভরি


' হা রে রে...' গায় না গান
বোঝে না ভাষার মান


শুনলে রবির কথা
ছুট্ মারে য্থা তথা


বলে ' মুচুমানি করতে
হাজাম আসচে ধরতে '


হাঁসের সাদা পাখনা
পাড়ে পড়ে কাঁদুক না


' হাঁসের পাখনা গরুর গোপালি...'
ডেকে যায় মাড্ডার মাধব ঢালি