ও এখনো তোমার
নামে দিঘার পাড়ে মৃত্তিকার পাতা ওল্টায়
চোখের জলে খোয়ায় দুপুর-বিকেল...


কতোবার জীবনকে ' জীবন ' ভাবতে চেয়েছে
কিন্তু  জীবন রেললাইন দিয়ে হেঁটে যায়
সমান্তরাল স্বপ্নের অববাহিকা  জেগে থাকে


স্টীমার ভাসার শব্দ
বাতাসে ওড়ে জীবনমুখী গান


তবুও  তোমার নামে সমুদ্রের পাতা উল্টে যায়
চোখের জলে খোয়ায়  রাত


এই পুরানো পৃথিবীর বারান্দায়
সভ্যতার সিঁড়ি ভেঙে শুধু  য্ন্ত্রণার রোদ
ছড়িয়ে পড়ছে...


ও মুঘ্ল আমলের ফেরিওয়ালা
দিগন্তরেখার দিকে চেয়ে কৃষ্ণচূড়ার নীচে বসে আছে