আমাকে, এক গুহা আগুন দাও


যে আগুন পোড়াবে না
যে আগুন কাঁদাবে না
যে আগুন নেভাবে না


চোখ ছাপানো জলে
ফালা ফালা নাগরিক বুক
মানুষের মুখ হয়ে যায় ইতিহাসের জ্বালানি


মগজে ফুটে ওঠে
বর্ণহীন ভোর
নি:স্ব মানুষের উপকথা


চলো ,  আগুনে  ভুল পৃথিবী
                              ঠিক করি