সাব , ও সাব , আমাগো একটা টাকা দিন না
সকাল থেকে মুই কিচ্ছু খাই নি ,
একটা পয়সা দিন না , সাব
বহরমপুর ইষ্টিশানে একটি ছোট্ট মেয়ের ফুটো থালা
              হাতে আত্মার আর্তি শুনে চোখে জল এল
এখনও খাদ্যের হাহাকার   ফ্যান দাও... ফ্যান দাও...

ফুট্পাতে ফুল শিশু
কুকুর ছানার মতো কুঁই ... কুঁই ... করছে
বুকে কালো কঙ্কালী আকাশ , ছেঁড়া কাঁথার কোলে
                    ঘুমিয়ে পড়ছে
ময়াল শীতের ছোবল  সইতে সইতে রাত হেঁটে যায়

পাতা কুড়োনোর দিন ,
কুড়ুনির চোখে ধূসর  স্বপ্ন বড়ো হয়
আত্মজীবনের পাতায় পাতায় কেন এমন ছবি ?
'' তোমরা আমাকে কেটো না , বাবুরা , আমি
তোমাদের বাঁচার রসদ দেবো , অক্সিজেন গো অক্সিজেন  ''
গাছেরা কাঁদছে  !

'' আমাকে রক্ষা করো , পরমাণু বোমার আগুনে
আমি ছাই হয়ে যাচ্ছি ''
মা নিষাদ কাঁদছে !

ভালোবাসার পাখিরা , দেওয়ালি পোকার মতো মরে
                                           ব্যথার পাখি ছটফট করে
একটু একটু করে  উজ্জ্বল আলোর দিনগুলো মুছে যাচ্ছে

সুকান্ত কবির মতো দেশালাইয়ের মুখে জ্বলে উঠতে হবে
চলো , বেরিয়ে পড়ি  ,
                         পৃথিবীর  পথে পথে...পিঠে হ্যাভারস্যাকভর্তি লাল মেঘের উৎসবে লেখা ছেঁড়া করবীর রক্তমাখা
                          ভোরের সূর্য , চাঁদ...