মল্লিকাবনের গল্পগাছ
চুড়িদার পরে আমার অঘ্রানে আসে
ভোর ভাসিয়ে হাঁসের ডানা থেকে ঘুম সরানো
জানলো না বেচারি কোকিল
মোমবাতির আলোয়
এনিমিয়া অতীত পুড়ে যায়


একফোঁটা স্বপ্ন থেকে
রুপোর চাঁদ অবধি
প্রবাসী রাতের দেয়ালে তোমার
মধুবনী নাম লিখছি


পরি সুপুরি বীথির গান
কাব্যলতার আলিঙ্গনে  ভিবজিওর আকাশ
                           ফুটে ওঠে


তোমার সঙ্গে 'হীরের ধার ' জীবন কাটাবো !