আমাকে ঝাউসবুজ মুগ্ধতা দিতে চেয়েছিলে
কিন্তু নদীর করিডর ধরে পালিয়ে বেড়াও কেন ?


অবিরাম ঝরে পড়ে অনাগত সময়
তোমাকে ঘিরে দুধ-বলকে উথলে ওঠে
বন্ধ্যাবৃন্তে ফুল ফোটানো দিনগুলো
আলতাপায়ে নক্ষত্র-সুষমা


রাত্রিগুলি ক্যাকটাসের দোসর
বুকে ঢালে রাক্ষুসী ভয়


তোমার ছবি ছোঁয়াচে রোগের মতো জড়িয়ে
                     শরৎসুখ মাখি


ঘুমের ভেতর লাজুক দৃষ্টি
আমি হারিয়ে যাই
                      আমি ফুরিয়ে যাই