যদি
উত্তর আকাশে উলঙ্গ মেঘ ভিড়ে , কখনো
ছিঁড়ে নাড়ী , হাড়মাস কোনো...
বলতে পারো , মন স্বপ্ন ভাঙে কেন ?


যদি
ধ্রুবতারা হেসে না ওঠে , কখনো
যণ্ত্রণা কাড়ে গান , আনন্দ কোনো...
বলতে পারো , মন স্বপ্ন ভাঙে কেন ?


যদি
উত্তর মেরু না খোঁজে চুম্বক দানা , কখনো
বেয়নেট হানে প্রেম , হৃদয় কোনো...
বলতে পারো , মন স্বপ্ন ভাঙে কেন ?


যদি
উত্তুরে বাতাস না ছোঁয় গা , কখনো
বাজে বাঁশির সুর , পাখোয়াজ কোনো...
বলতে পারো , মন স্বপ্ন ভাঙে কেন ?