জলের কতো কিছু আছে
ছেঁড়া ছেঁড়া ঝিলিক ঢেউ আছে
রোদ শুকনো স্বপ্ন আছে...


নীল খামে চিঠি আছে
লুকিয়ে লুকিয়ে কাটানো সোনালি দিনের
              সকাল দুপুর বিকেল আছে


আমার কিছু নেই


চোখ থেকে ঝরনা বইছে
ঝরা জলের হাইড্রোজেন পরমানু খুলে
আমি চিরহরিৎ অক্ষরনদী সাজাই :
অর্কিড জলের ভিতর এক মৎস্যকুমারী
         টেবিল টেনিস খেলছে