খাদ  ছিল না
অনন্যা সুভ্দ্রা তুমি
অনেক যৌবনার ভিড়ে
শুধু একজনকে ভালোবেসেছিলাম
ভালোবাসছি , ভালোবাসবো
জন্ম-জন্মান্তরে
যদিও খেদাও প্রারব্ধ বেদনার অসুস্থ পথে
বোধ হতে পারে
অন্যজনকে ভালোবাসে এই সব্যসাচী
ভুল বুঝছো মারাত্মক
মেকি ভালোবাসা তোমার হাতে
নারীহন্তার মিছিলে
আমি ব্যতিক্রম পুরুষ
ছোট নয় , ছোট তবু তোমার নিকট
তোমার প্রেমের ডিনামাইটে জ্বলে
টাইমপিসের কাঁটার ব্যবধানে
স্মৃতির মেঘ ভরবে চোখের কুয়ো
তুমি তো জানো , অনাবিলতা
মনের প্রান্তরে
একটিই হৃদয় ছুঁতে পারি
কস্মিনকালে দুটি নয়