ঘরের নিচে জল দাঁড়িয়ে
হেলে সাপ জলে সাঁতরাচ্ছে


পথপাশে রুমালে জড়ানো
নির্জলা অন্ধকার


ডিঙিখানা জলের মজ্জায় ভাসিয়ে দাও
দুটি প্রাণবীজ মাতামাতি করুক
দুচোখের ব্যথা ক্লান্ত পাড়ে খেলা করুক


হঠাৎ আনন্দগুলি
খসে পড়ে এক বুক জলে
ভেবেছিলাম , দুহাতে নরম সুখ ছড়াবো
এই আশ্বিনবালিকার বুকে


কিন্তু পোড়ামুখো বিকেল ছুটে গেল
আকাশকে নিকষকালো রং মাখাতে...