মাঝদরিয়ায় দু 'চারটে নৌকাবিন্দু
সরে সরে যায় দুরে বহুদুরে


জঙ্গলে শাল সেগুন
রাতকানা আকাশ ডাকে গলা বাড়িয়ে
ঘাটে বাঁধা নৌকা , কানপেতে শুনে নোনা জলের কথা...


শরতের ইন্দ্রনাথে'র মতো রাতভর
পাড়ে বসে ভাবছি , শুধুই ভাবছি
সকাল ফুটেছে একযুগ আগে
অথচ বৃন্তে ফুল চড়েনি এখনও


শব্দ ছেনে ছেনে আমি
বিপ্লব গড়ি
চলমান মানুষের কবিতা বানাই...