নিম্নবিত্ত অন্ধকারের যখন রামরাজত্ব
ডিমপাড়া মুরগির মতো প্রেম দাপাদাপি করে
তোমার প্রীত হৃদয় ভালোবাসে
                               সুড়ঙ্গরেখা , ডাঁসা স্বপ্ন
চোখ তা জানে না


কাকভোরে চোখের রেটিনা
যেদিন ফুল হয়ে ফুটবে
সেদিন শোকশুকনো সম্পর্ক
                                              ভিজে হবে
গোপনে পোড়ানো চিঠির কান্নামেশানো ছাই
একটি আবিররাঙা বকুলতলা বানাবে
টানবে দুটি বুকের সীমান্ত প্রহরী বসরাই গোলাপ...
                                               বসন্তবিকেল


হিজল গাছের শাখে রাতজাগা প্রেম
ঘরে বাইরে
                                      অনি:শেষ চিত্তের
স্থানীয় সংবাদ  :
সে এসেছিল সদ্যোজাত শিশুর মতো
নীরব গভীর রাতে


পায়ের চিহৃ , নরম শরীরের ছোঁয়া
ওডোনিলের গন্ধ...
                                ছড়িয়ে চলে গেছে


শুধু আবিররাঙা বকুলতলা
তোমার জন্য আজও বেঁচে আছে ...