মিষ্টি কুটুম দুপুর
মেঘবালিকা হঠাৎই হাজির , বললো
" চল্ ,আমার সঙ্গে  যাবি "
আমি বললাম  , কোথায় ?
সে বললো , জলপরি নীলপরিদের দেশে
ওখানে স্বপ্নেরা ডানা মেলে উড়ে যায়
                    যেন আদরের ছোট্ট মুনিয়া...
আমি হেসে যাই , ভেসে যাই বাতাসের বুদবুদে


জবাকুসুম মাখা ভোর
পায়ে জলের তোড়া পরে ছুটছে নদী
অন্তহীন অনুপম আলোর সফর
রৌদ্রবরণ দেখেছিলাম রুপোলি মেঘের চোখে
থুড়ি , মেঘবালিকার মায়াবী মুখে
সে বললো , চলো , প্রেমশান্তি এনে দিতে চলে যাই, কোথাও
হয়তো বা সেখানে মূল্যবোধেরা শুয়ে আছে হিজল-শিরীষের
                                                                                        ডালে
নিরাশ্রয় উল্লাসে উড়ছে আমার নোঙর ছেঁড়া মন


ঠোঁটের একটি চুমোর ঘোরে , সকাল সাঁঝে ডাকছি তোরে
আলেয়ার মতন রেশমি রাতের সুর
মেঘবালিকা তুই এসেছিস
এই দেখ্ , তোর জন্য অজন্তা ইলোরার শিল্পিত আদর এনেছি
বুকের চারিদিকে গানের প্রজাপতি উড়ছে
মিশরের পিরামিড উঠছে জেগে
সোনাঝরা শিশিরের উৎসব পৃথিবীর  কোলাহলে
বৃষ্টি পড়ছে , বৃষ্টি নাকি কারো ভেজা সেগুন গাছ চুলের জল


মেঘবালিকা পাথরের নীরবতা ভেঙে বললো ,
চলো , বাইরে দাঁড়াই...