আজ থেকে ভালোবাসা শুরু হোক
ঝরে ঝরে গেছে যে স্বপ্ন বিশ্বাস
জাগাও সে দেহে মরমি মধুমাস
যারে দেখতে নারি - তার চলন বাঁকা রোখ


আজ থেকে জীবনচর্চা হোক
যারে দেখতে নারি - তার  মমতা মাখা চোখ
বহ্নিব্যথায় পোড়ে যে ধবল বুক
ফেরাও প্রাণে সরষেফুলি সুখ


আজ থেকে বাউলপ্রীতি হোক
রক্তেভেজা যে মানবমানবী মন
বাঁচাও সদা তার হৃদয়ভাঙা ধন
যারে দেখতে নারি - তার আকাশভরা শোক


আজ আর মৃত্যুর ঢেউ চাই না
যারে দেখতে নারি - সে সন্ত্রাসের বলি ? সয় না
ভুতুম্ ভয়ে যে রোদ্দুর গেছে সরে
নীল নীল দিলে আশার আলো মরে


সবারে ভালোবাসি মূলমন্ত্র হোক
বিদ্বেষ নাশি - স্বর্গ বাতাস ব'ক