কথা ছিল , ঝরা পাতার দোল শেষে
তোমাকে হারাবার ভয় কেটে যাবে...


দেখিনি  - ফটিক চাঁদ স্বপ্নের নীল দুপুর
                    ঘরে ফেরে


লাবণি চোখ আলোয় ভিজিয়ে
চারু চিঠির অক্ষর সাজাও
                    দিগন্ত ডালে


সোহাগ সাগরে মাখন রাতের খোয়াব
দিয়েছো বুকে আর চাঁদের মোহনায়
                   শাপলা ফুলের মায়া


সময়ের বারান্দায় তোমার
সরলবর্গীয় চুল যেন রুপকথা


কতদিন  অন্ধকার বেড়া ঠেলে
নির্জন নদীতটে হেঁটে গেছি...


কেননা , ঝরাপাতার দোল শেষে
তোমাকে হারাবার ভয় কেটে যাবে...