রোদের পরাগ বিছিয়ে বসে আছি
ও ঠোঁটে লালিম সূর্য জন্ম দিয়েছো


আমাকে বললে
' তুমি তো অদ্ভুত কথা বলো '


ভালো শ্রোতা আর মধু বিকেল পেলে
আমি কেন , সব প্রেমিকই বোধ হয় বলে
ছোটবেলায় বসন্তের ঝরাপাতা জুড়ে
খবরের কাগজ বানাতাম
আর খবর ? শুনলে হাসবে তুমি
বিচিত্র বর্ণের কুসুম পাঁপড়ি...


আজকে শুধু খুন-রাহাজানি-ধর্ষণ...
দেখে কান্না পায় !