নোবেলজয়ী কৈলাস সত্যার্থী'কে নিবেদিত


ছেলেটার চোখের পৃষ্ঠায়
নাবালক খাটার ঢেউ খেলানো গন্ধ
ঝামাঘষা পিঠে লেখা নেই বেকারত্ব
শিরাময় বদরক্তের কান্নাকাটি
জানে না , জানবেও না   ইহকালান্তক
শিশুশ্রমিক নেভাতে হৃদয়সদয় ফোকলা প্রকল্পকথা
সে জানে , জীবনভোর খাটতে হবে সংসারের হাল ধরে
                      হাঁটতে হবে এই চীর চরাচরে


একপেট খিদে টেনে টেনে
ক্র্যাচে ভর দিয়ে চলে নিয়তনিরন্ত
শ্মশান কবর মুখো এম্নি লাখ লাখ...হাহাকার পরিবার
কিশলয় কচি গাল বেয়ে কালো কালো দু:খ গড়িয়ে পড়ে
জন্মগরীব জুলজুল তাকায়
দু'পিস থিরথির ভিটামিনকানা চোখ
একটা অন্নক্ষরা কাজ চায়


জোর তদ্বির      ঢের ময়মাড়ান
তারই সোনালি খোঁজে আধঢাকা দেহে গোবেচারা হাঁটছে
সুরতাল ছন্দহীন ভিড় কেটে কেটে কলেজ স্ট্রিট , লেনিন সরণি...
দেয়ালরং ছেঁড়া হোটেলে সে কাতর আদরে শুধোয় ;
বাবু , বাসনকোসন ধোয়ার একটা কাজ হবে ?
কাঠমুখে শকুনি হাসি  শুকনো জবাব ;
ঠাঁই নাই , ঠাঁই নাই


ওরা কাজ করে ইঁটভাটায় ,  চায়ের দোকানে...


নগন্য দৈন্য ছেলেটার
বেকার দিন হেঁটে হেঁটে চলে যায়...