যা বললাম...নদী
সময়ের মগডালে টগবগে স্রোতের গভীরে
আমি মৃত্যু চিবিয়ে খাই
দুচোখে ধরে রাখি   দু:খের শিয়রে
দাঁড়িয়ে থাকা রাতের রোদ
                         বিনি সুতোর দুপুর
ধান শিষ হাওয়ার মুখে
সারাৎসার শীতের মনখারাপ ঝরে
কুড়িয়ে জড়ো করি বসন্ত
পাতাবাহার একটু রঙ দিলে রাঙাবো ওই কুমড়োফালি ঠোঁট
গাঙুড়ের মেয়ে বেহুলা
তার চোখের জল শিশির ' কী রকম ' শান্তি
কলার ভেলায় দ:খিনী ইতিহাসের পাতারা
                           আজও সাবেক ঠিকানায় ভেসে যায়...
দেবদারু গাছের আলাপ উড়ছে
ষোড়শী আকাশে  কবিতার জারক রসে দূষিত জলের হাড়


আমি মৃত্যু চিবিয়ে খাই
তবুও ওরা ঘুমোয় না
অশ্রুপাত মাতৃভাষা , স্বাধীনতা জাগিয়ে রাখে
জাগাচ্ছে ব্রাত্য প্রতিশ্রুতি