এক


একটা জন্ম
একটা মিছিল
একটা মৃত্যু
একটা তামিল...


দুই


বেকার বাড়ে বিকার বাড়ে
কমছে যতো মূল্যবোধ
সাপের ছোবল  তৃষ্ণা সয়ে
মেঘ ফাটিয়ে আনো রোদ


দোষ দিও না  কাউকে তুমি
জোয়াল তোলো শক্ত কাঁদে
স্বদেশ তোমার স্বদেশ আমার
টেনে তোলো পড়ছে খাদে


তিন


একটা জ ন্ম
একটা মিছিল
একটা মৃত্যু
স্বদেশ সামিল...


চার


একই বোঁটায় দুটি কদম
বাংলা এবং ভারত
শত শহিদের বুলেটদাগ
স্বদেশ রাঙা  রক্তপথ


স্বদেশ আমার জীবনকণা
স্বদেশ তোমার শস্যদানা
স্বদেশ তোমার জীবনকণা
স্বদেশ আমার শস্যদানা