নদীর সাথে কথা বলতে বলতে
একে একে ফুরিয়ে যায়
দিন মাস বছর...
ছোট্ট শিশুটি ডাকে , মা...
ঘাস ফড়িংএর মতোন উড়ে আয়
                                          এই বুকে
স্বপ্নের ভ্রুন বলে - না  না
না পাওয়ার বুদবুদে ঢুকে যায়
নিতান্ত ছোট ছোট স্বপ্ন
সহজ সরল চাওয়া...
২০৬টি হাড় চুঁইয়ে নামে
'মা গেল, আর এল না '